JU A Unit 2015
Set-3
MCQ

1.ভেক্টর \( \vec{P} \) ও \( \vec{Q} \) পরস্পর লম্ব হলে ভেক্টর দুটির ক্ষেত্রে প্রযোজ্য হবে-
Tag: JU A Unit 15
2.একটি লনরোলার ঠেলার জন্য অনুভূমিকের সাথে \( 60^\circ \) কোণে \( 10 \, \text{N} \) বল প্রয়োগ করা হলো। রোলারটির ওজন স্থির অবস্থার ওজনের চেয়ে বেশি হবে-
Tag: JU A Unit 15
3.কোন একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষজ তরণের চারগুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের-
Tag: JU A Unit 15
4.কোনো একটি বস্তু সরল পথে \( (0,0,1) \) বিন্দু থেকে \( (2,0,1) \) বিন্দুতে গেল। বস্তুটির উপর ক্রিয়াশীল বল \( \vec{F} = 4\hat{i} - 3\hat{j} \) হলে কৃতকাজ কত?
Tag: JU A Unit 15
5.\(2 \, \text{ms}^{-2}\) সমত্বরণে উপরে উঠন্ত একটি লিফটে একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমূখী বল \(1180 \, \text{N}\) হলে, লোকটির ভর হবে-
Tag: JU A Unit 15
6.একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল \(1 \times 10^{-4} \, \text{m}^2\)। তারের দৈঘ্য 10% বৃদ্ধি করার জন্য \(2 \times 10^6 \, \text{N}\) বল প্রয়োগ করা হলে তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক কত হবে?
Tag: JU A Unit 15
7.\(3 \times 10^6 \, \text{m}\) গভীরতার একটি খনির তলদেশে অভিকর্ষজ ত্বরণের মান কত? [ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান \(10 \, \text{ms}^{-2}\), পৃথিবীর ব্যাসার্ধ \(6 \times 10^6 \, \text{m}\)]
Tag: JU A Unit 15
8.সাবান পানির পৃষ্ঠটান \( 3 \times 10^{-2} \, \text{N/m} \)। একটি সাবানের বুদবুদের ভেতরের ও বাইরের চাপের পার্থক্য \( 4 \, \text{N/m} \) হলে বুদবুদটির ব্যাস হবে-
Tag: JU A Unit 15
9.\(64 \, \text{m}\) উঁচু স্থান থেকে \(1 \, \text{kg}\) ভরের একটি পাথর ছেড়ে দেওয়া হলে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে?
Tag: JU A Unit 15
10.সমদশার দুটি তরঙ্গের প্রতিটির তরঙ্গদৈর্ঘ্য \(6000 \times 10^{-10} \, \text{m}\)। এদের মধ্যে দশা পার্থক্য \(6\pi\) হলে, শেষ বিন্দু দুটির পথ পার্থক্য কত?
Tag: JU A Unit 15